বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত নন রাঠোর

একদিনের সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে যথাক্রমে— ৮, ১৮ ও ০ রান! তবুও কিং কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট।

Must read

প্রতিবেদন : সদ্যসমাপ্ত একদিনের সিরিজে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে যথাক্রমে— ৮, ১৮ ও ০ রান! তবুও কিং কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। তার আগে সোমবার ভার্চুয়াল প্রেস মিটে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

আরও পড়ুন-নেটে বোলিং শুরু হার্দিকের

বিরাটের ফর্ম নিয়ে তাঁর বক্তব্য, ‘‘আমি মনে করি না যে, বিরাটের খারাপ ফর্ম চলছে। হ্যাঁ, ওয়ান ডে সিরিজে ও রান পায়নি। তবে এ নিয়ে টিম ম্যানেজমেন্ট একেবারেই চিন্তিত নয়।” রাঠোর আরও বলেন, ‘‘বিরাট নেটে খুব ভাল ব্যাট করছে। যে সাবলীল ভাবে বোলারদের সামলাচ্ছে, তাতে বড় রান পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন-ভাড়াটে গুন্ডা এনেও পারল না বিজেপি

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আসর বসবে। রাঠোর বলছেন, ‘‘অবশ্যই টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমার তৈরি হচ্ছি। এই মুহূর্তে টিমে কিছু চোট-আঘাত সমস্যা রয়েছে। তবে বিশ্বকাপের জন্য হাতে অনেক সময় আছে।” ওয়ান ডে সিরিজের এক ম্যাচে ওপেন করেছিলেন ঋষভ পন্থ। এই প্রসঙ্গে রাঠোরের বক্তব্য, ‘‘পন্থ দুর্দান্ত ক্রিকেটার। ব্যাটিং অর্ডারের ওপরের দিকে ব্যাট করার যাবতীয় গুণ ওর আছে। তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতি এবং টিম ম্যানেজমেন্ট কী চাইছে তার উপর।”

Latest article