দলের স্বার্থেই বাদ পড়েছেন রায়না, বললেন সিএসকে সিইও

সুরেশ রায়নাকে মিস করবে চেন্নাই সুপার কিংস। কিন্তু টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই এই কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে।

Must read

চেন্নাই : সুরেশ রায়নাকে মিস করবে চেন্নাই সুপার কিংস। কিন্তু টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই এই কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে। সোমবার জানিয়ে দিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথ। টানা ১২ বছর ধরে সিএসকের জার্সি গায়ে চাপিয়ে আইপিএল খেলেছেন রায়না। কোটিপতি ক্রিকেট লিগে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রিকেটপ্রেমীরা ভালবেসে রায়নার নাম দিয়েছিলেন ‘মিস্টার আইপিএল’।

আরও পড়ুন-বিরাটের ফর্ম নিয়ে চিন্তিত নন রাঠোর

কিন্তু এবার সিএসকে আগেই তাঁকে ছেড়ে দিয়েছিল। দু’দিনের মেগা নিলামেও কোনও দল পাননি রায়না। ফলে তাঁর আইপিএল কেরিয়ার প্রশ্নের মুখে।
বিশ্বনাথ বলছেন, ‘‘রায়না গত ১২ বছর ধরে চেন্নাই সুপার কিংস দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার। তাই ওঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন ছিল। তবে একটা বিষয় সবাইকে বুঝতে হবে, টিমের স্বার্থ সবার আগে। আমাদের মনে হয়েছে, এই দলে রায়না ফিট করত না। তবে ওকে ও ফাফ ডুপ্লেসিকে আমরা মিস করব। কারণ ওরা আমাদের সঙ্গে গত এক যুগ ধরে জড়িত ছিল।”

Latest article