বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : ভূমিহীন উদ্বাস্তুদের পাট্টা দিয়ে নজির গড়ল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সোমবার, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দু’ নম্বর ব্লকের ৩৮০টি উদ্বাস্তু পরিবারকে পাট্টা দিলেন (Trinamool Congress) মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম পর্যায়ে ৩৮০ জনকে দেওয়া হল। শিগগিরই আরও হাজার দুই পরিবারকে পাট্টা দেওয়া হবে। কলকাতায় গিয়ে পাট্টা পাননি এমন ৮৪ জনকেও এদিন পাট্টা দেওয়া হয়। ভূমিসংস্কার দফতরের কর্মীরা দিনরাত এক করে খুব অল্প সময়ে এত পাট্টা তৈরি করেছেন। গত বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও জেলার প্রায় ৪০০ উদ্বাস্তুকে পাট্টা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের হাতে পাট্টা দেন। সেখানেই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার দু’নম্বর পঞ্চায়েত সমিতির (Trinamool Congress) সভাপতি অনুপ দাসকে ব্লকের সমস্ত ভূমিহীনকে অবিলম্বে পাট্টা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চন্দ্রিমা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সমস্ত ভূমিহীনকে পাট্টা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই কাজে আলিপুরদুয়ার নজির গড়েছে।’’ অনুষ্ঠানে ছিলেন প্রকাশ চিক বড়াইক, মৃদুল গোস্বামী, অনুপ দাস, পবন রাই প্রমুখ।