সেই গোয়ার বিরুদ্ধে আজ সতর্ক জুয়ান

Must read

প্রতিবেদন : শেষ ১০ ম্যাচ অপরাজিত থেকে মঙ্গলবার ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের প্রতিপক্ষ এবার এফসি গোয়া। এই ম্যাচ জিতলে লিগ টেবলে হায়দরাবাদ এফসি-কে সরিয়ে শীর্ষস্থানে উঠে আসবে মোহনবাগান। শেষ চারের লড়াইয়ে নিজেদের জায়গা আরও মজবুত করবে সবুজ-মেরুন। পুরনো দলের বিরুদ্ধে  (Football Match) নামার আগে কোচ জুয়ান ফেরান্দো বললেন, ‘‘বাকি ছ’টি ম্যাচই আমাদের কাছে ফাইনাল।’’

জুয়ান কোচের দায়িত্ব নিয়েই তাঁর পুরনো দলের বিরুদ্ধে মোহনবাগানকে জয়ের রাস্তায় ফিরিয়েছিলেন। এবার এডু বেদিয়াদের বিরুদ্ধে ফিরতি ম্যাচের আগে বেশ সতর্ক বাগানের স্প্যানিশ কোচ। তার একাধিক কারণ রয়েছে। প্রথমত, দলে চোট-আঘাত অনেক ফুটবলারের। দ্বিতীয়ত, গোয়া শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ৫-০ গোলে হারিয়ে শেষ চারের লড়াইয়ে। তাই জুয়ান বললেন, ‘‘গোয়ার পারফরম্যান্স খুব ভাল। সেরা চারে শেষ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের ফোকাস ধরে রেখে তিন পয়েন্ট পেতে হবে।’’

আরও পড়ুন – দলের স্বার্থেই বাদ পড়েছেন রায়না, বললেন সিএসকে সিইও 

রয় কৃষ্ণ, কার্ল ম্যাকহিউ চোট সারিয়ে অনুশীলন করলেও ডেভিড উইলিয়ামস, হুগো বোউমাস, দীপক ট্যাংরি-সহ বাগানের একাধিক ফুটবলার চোটের কবলে। এই অবস্থায় আজ গোয়ার বিরুদ্ধে কাকে পাবেন আর কাকে পাবেন না, তা নিশ্চিত করতে ম্যাচের (Football Match) আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান জুয়ান। তিনি বলেছেন, ‘‘ফুটবলারদের ফিটনেসের সর্বশেষ অবস্থা দেখেই প্রথম একাদশ চূড়ান্ত করব। অনেকেই উন্নতি করছে।’’ তবে লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকোদের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে সবুজ-মেরুন কোচকে। জুয়ান বলছেন, ‘‘২০ বছর বয়সি হোক বা ১৯, এ সব নিয়ে ভাবার সময় নেই। সবাইকেই তৈরি থাকতে হবে।’’

আজ আইএসএলে: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)

Latest article