অতিথি নিবাসে ব্যবসায়ীর রহস্যমৃত্যু

অভিযোগ দায়ের করা হয় ভবানীপুর থানায়। অপহরণকারীর কাছে ২৫ লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয় বলেও দাবি জানানো হয়েছে পরিবারের তরফে।

Must read

প্রতিবেদন : এলগিন রোডের এক গেস্ট হাউস থেকে মঙ্গলবার ভোররাতে উদ্ধার করা হল শান্তিলাল বৈদ্য নামে এক প্রবীণ সোনা ব্যবসায়ীর দেহ। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। হত্যাকারী ব্যবসায়ীর পরিচিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক শত্রুতা, নাকি ব্যক্তিগত সম্পর্কের জটিলতা— তদন্তের বিষয় তা-ও।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী মিথ দেখাল রাজ্য সরকার

আততায়ীর খোঁজে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। খুনের আগে ওই ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা মুক্তিপণও আদায় করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে মৃতের নিকটজনেরা। পুলিশ সূত্রের খবর, সোমবার বিকেলে লি রোডের বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যবসায়ী। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে তাঁর বাড়িতে ফোনও আসে বলে অভিযোগ। এরপরেই অভিযোগ দায়ের করা হয় ভবানীপুর থানায়। অপহরণকারীর কাছে ২৫ লক্ষ টাকা পৌঁছে দেওয়া হয় বলেও দাবি জানানো হয়েছে পরিবারের তরফে।

আরও পড়ুন-ভোটের আগে কাঁচরাপাড়ায় রুট মার্চ

এরপর মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। গেস্ট হাউসের ৪ তলার একটি ঘরে পৌঁছে দেখা যায় বিছানায় পড়ে রয়েছে ব্যবসায়ীর নিস্প্রাণ দেহ। পাশে খাবারের প্লেট। গেস্টহাউস কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীকে ঢুকতে দেখা গিয়েছিল। রবিবার থেকেই সেখানে ছিলেন ওই ব্যক্তি। ঘটনার পর থেকেই আর কোনও খোঁজ নেই ওই বোর্ডারের।

Latest article