সংবাদদাতা, কাটোয়া : ‘শিক্ষা এখন প্রতিটি মানুষের দরজায়। ভোল বদলে গিয়েছে শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোর।’ এভাবেই শিক্ষার উন্নয়নে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। নাদনঘাটের শ্রীরামপুরে ‘লোকসংস্কৃতি, কৃষি ও হস্তশিল্প মেলা’য় এসে বললেন, ‘আগে স্কুলে যাওয়ার রাস্তা ভাল ছিল না। স্কুলবাড়ির হালও ছিল তথৈবচ। বর্তমান রাজ্য সরকারের আমলে শিক্ষাব্যবস্থার ভোল বদলে গিয়েছে।’
আরও পড়ুন-পুরভোটে সব আসনে জয়ী হওয়ার নির্দেশ
মেলার মঞ্চে এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এলাকার প্রথম দশে থাকা ৬ জন-সহ মোট এক হাজার কৃতী পড়ুয়া, ১৭ জন কৃতী চিকিৎসক ও ছয় প্রশাসনিক কর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। মানিক ছাড়াও ছিলেন মেলার কর্ণধার মন্ত্রী স্বপন দেবনাথ, আইসিডিএস-র রাজ্য ডিরেক্টর রচনা ভগত-সহ বহু বিশিষ্ট। শিক্ষাক্ষেত্রের উন্নতির তামাম কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মানিক ভট্টাচার্যের বক্তব্য, ‘এখন পড়ুয়ারা জামা, জুতো, বই, খাতা, মিড-ডে মিল, সাইকেল পাচ্ছে।
সেইসঙ্গে কন্যাশ্রী, সবুজসাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতো শিক্ষার্থীবান্ধব প্রকল্পে উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ পড়ুয়া।’ মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, ‘টাকার টান থাকায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরস্তরে ভর্তি হতে সমস্যায় পড়েছিলাম। এখন স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু হওয়ায় আর উচ্চশিক্ষায় অর্থ বাধা হবে না।