পুরভোটে সব আসনে জয়ী হওয়ার নির্দেশ

দলের নেতাদের সঙ্গে আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের আসন্ন পুরভোটে দলের প্রার্থীদের সব আসনে জয়ী হওয়ার জন্য একযোগে সচেষ্ট হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে কোচবিহার সফরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বি এন শীল কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণের পরে তিনি সোজা চলে যান সার্কিট হাউসে। সেখানে দলের নেতাদের সঙ্গে আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের আসন্ন পুরভোটে দলের প্রার্থীদের সব আসনে জয়ী হওয়ার জন্য একযোগে সচেষ্ট হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আদিবাসীদের জন্য প্রকল্প

এর জন্য সবাইকে একসঙ্গে লড়তে বলেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘‘সবাইকে মিলেমিশে পুরভোটে প্রচারের কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷’’ দলের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘সব আসনে নেত্রীর নির্দেশমতো আমরা সবাই কাজ করব।’’ বুধবার মুখ্যমন্ত্রী যোগ দেবেন কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর, সিদ্ধেশ্বরী এলাকায় বীর চিলা রায়ের ৫১২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে। জানা গিয়েছে, শিলিগুড়ি কর্পোরেশনে জয়ের পরে কোচবিহারে পুরভোটের প্রচারে আসবেন গৌতম দেব ও পাপিয়া ঘোষ। এছাড়াও প্রচারে আসবেন সুব্রত বক্সিও।

Latest article