মিতা নন্দী, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের জঙ্গলমহলে দুয়ারে সরকার শিবিরে প্রথম দিনেই ভাল সাড়া পড়েছে। জেলার অন্যান্য জায়গার মতো সাঁকরাইল ব্লকের রোহিণী সিআরডি হাইস্কুল ও লাউদহ এলাকায় বসেছে শিবির। রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যাশামতো এই শিবির শুরু হতে গ্রামবাসীরা খুব খুশি।
আরও পড়ুন-তাঁত শিল্পমেলায় নজির, কোটি টাকার ব্যবসা
মঙ্গলবার মানুষ তাঁদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিবিরে হাজির হয়েছেন। দাঁড়িয়ে থেকে তদারকি করেন সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাস। ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত ও ব্লকের অন্য আধিকারিকেরা। কমলকান্ত বলেন, ‘আমাদের সাঁকরাইল ব্লকের রোহিণী ও লাউদহ অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। প্রতিটা ক্যাম্পে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য মানুষের ভাল সাড়া লক্ষ্য করা যাচ্ছে।’ বিডিও বলেন, ‘দুয়ারে সরকার ক্যাম্পে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন-অভাবী মানুষ হাসপাতালে আসেন, পরিষেবা দিন: মন্ত্রী
বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা আবেদন করেননি বা বাদ পড়ে গিয়েছিলেন, তাঁরা আবেদন করছেন। যাঁদের কাস্ট সার্টিফিকেট হয়ে গেছে। তাঁদের যুক্ত করা হচ্ছে যাতে ওঁরা ৫০০-১০০০ টাকা পেয়ে যান। তার জন্য ভিড় আছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে যাঁরা আবেদন করতে বাকি ছিলেন, তাঁরা করলেন। ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি শিবির চলবে। ১ থেকে ৭ মার্চ পর্যন্ত হবে দ্বিতীয় দুয়ারে সরকার শিবির। তবে এবার মানুষের
ভিড় দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথীতে।