তাঁত শিল্পমেলায় নজির, কোটি টাকার ব্যবসা

সংস্থার আধিকারিকের দাবি, নতুন প্রজন্মের তন্তুবায়েদের এই মেলা বিশেষভাবে উৎসাহিত করবে।

Must read

সংবাদদাতা, কাঁথি : প্রতিযোগিতার দৌড়ে রাজ্যের তাঁতশিল্প এখন অনেকটাই সামনের সারিতে। তাঁতশিল্প ও তাঁতিদের প্রচার ও প্রসারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের আর্থিক সহায়তায় কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে শুরু হল তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা। আয়োজক কাঁথি হস্ততাঁত উন্নয়ন সমিতি। সংস্থার আধিকারিকের দাবি, নতুন প্রজন্মের তন্তুবায়েদের এই মেলা বিশেষভাবে উৎসাহিত করবে।

আরও পড়ুন-অভাবী মানুষ হাসপাতালে আসেন, পরিষেবা দিন: মন্ত্রী

কারণ, মেলার জন্য বিভিন্ন জেলার তাঁতিরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেরা বস্ত্রসম্ভার বানিয়ে এনেছেন। মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাঁথি মহকুমা প্রশাসন ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। হালফ্যাশনের নকশার বস্ত্রসম্ভার নিয়ে প্রতি বছর এই প্রদর্শনী ও মেলা হয়। মেলা এবার ২৪তম বর্ষে। প্রতিবারই বিক্রিবাট্টা কোটি টাকা ছাড়িয়ে যায়। এখানে ফড়েদের এড়িয়ে তাঁতিরা সরাসরি বিক্রেতাদের বস্ত্র বিক্রি করেন। ফলে অনেক বেশি দাম পান। আবার দরদাম করে কেনায় ক্রেতারাও লাভবান হন।

আরও পড়ুন-জুতো-জামা, বইখাতা, সাইকেল, কন্যাশ্রী, শিক্ষাঋণ, শিক্ষাতেও উন্নয়ন-আলো

১১০টি স্টল নিয়ে এই প্রদর্শনী ও মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার এক কর্মকর্তা বলেন, ‘তাঁতশিল্পের পুনরুজ্জীবন ঘটাতে এবং খোলাবাজার অর্থনীতিতে এই ধরনের উদ্যোগ খুবই কার্যকর। এতে তাঁতশিল্পের উৎপাদন বাড়বে। বাড়বে বাজারও।’ এই মেলায় মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, কোচবিহার, বীরভূম, হাওড়া, দক্ষিণ দিনাজপুর-সহ বিভিন্ন জেলা থেকে প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি এবং হস্ততাঁত মহল্লার সম্ভার নিয়ে তাঁতিরা এসেছেন।

Latest article