প্রতিবেদন : বিরাট কোহলিকে নিয়ে মিডিয়ার মাত্রাতিরিক্ত ‘দুশ্চিন্তা’ মোটেই পছন্দ হচ্ছে না রোহিত শর্মার। তিনি বলে দিলেন, মিডিয়া যদি ক’টা দিন বিরাটকে নিয়ে চুপ করে থাকে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে।
মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন রোহিত। তাঁকে প্রশ্ন করা হয়, বিরাটের সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি কি ভাবছেন। জবাবে রোহিত বলেন, ‘‘আমি যা দেখেছি, মানসিকভাবে বিরাট দারুণ জায়গায় আছে। এই দলের সঙ্গে ও এক দশকেরও বেশি সময় ধরে আছে। জানে চাপ কীভাবে কাটিয়ে উঠতে হয়।” এরপরই তিনি মিডিয়ার দিকে আঙুল তুলে বলেন, ‘‘এটা আপনাদের (মিডিয়া) থেকেই শুরু হয়েছে। আপনারা যদি ক’টা দিন একটু চুপ করে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে।”
আরও পড়ুন-বিধি মেনে কটকে মহড়ায় মনোজরা
এর আগে আমেদাবাদে বিরাট নিয়ে প্রশ্নের জবাবে একইভাবে সদ্যপ্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমান অধিনায়ক। তিনি বলে দেন, বিরাটের যদি আত্মবিশ্বাস না থাকে, তো কার থাকবে! প্রশ্নকর্তাকে রোহিত পাল্টা বলেছিলেন, কী বলছেন আপনি? মঙ্গলবারের প্রেস কনফারেন্সে রোহিত এটাও বলে দিয়েছেন, আইপিএল নিয়ে আর কোনও কথাবার্তা তিনি বরদাস্ত করবেন না। দলের ফোকাস আবার নীল জার্সিতেই ফিরিয়ে আনতে হবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘‘আইপিএল হল দু’মাসের টুর্নামেন্ট। আর আমরা ভারতের হয়ে খেলি বাকি দশ মাস। আইপিএলের নিলাম শেষ হয়েছে। সব মিটে গিয়েছে। সবার ফোকাস আবার নিল জার্সিতে ফিরিয়ে আনতে হবে।”
আরও পড়ুন-সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
নিলামে ঈশান কিসানের পনেরো কোটি দাম পাওয়া নিয়ে রোহিত কোনও মন্তব্য করতে চাননি। বরং জানান, ভারতীয় ক্রিকেট একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁদের এখন সেদিকে মন দিতে হবে। তাঁর কথায়, ‘‘টি-২০ বিশ্বকাপের দিকে নজর রাখতে হবে। অস্ট্রেলিয়ায় ভিন্ন পরিবেশে খেলতে হবে দলকে। দরজা সবার জন্য খোলা।’’