রবিবার হয়তো ইডেনে দর্শক

রোহিত শর্মাদের অনুশীলনের সময় প্রায় ঘণ্টাখানেক ইডেনে ছিলেন বোর্ড প্রধান। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সৌরভ।

Must read

প্রতিবেদন : রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ইডেন গার্ডেন্সে হয়তো ফিরছে দর্শক। তবে প্রথম দুই ম্যাচ দর্শকশূন্য মাঠেই খেলা হবে। মঙ্গলবার ইডেনে এসে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এদিন রাতের দিকে সিএবি আরও একবার চিঠি দিয়ে বোর্ডকে অনুরোধ করল, যাতে স্টেডিয়ামের আপার টিয়ারে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে দূরত্ববিধি বজায় রেখেই মানুষ খেলা দেখতে পারবেন।

আরও পড়ুন-বিরাট নিয়ে মিডিয়াকে তোপ রোহিতের

রোহিত শর্মাদের অনুশীলনের সময় প্রায় ঘণ্টাখানেক ইডেনে ছিলেন বোর্ড প্রধান। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সৌরভ। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও আড্ডা মারেন তিনি। জানা গিয়েছে, একদা সতীর্থের সঙ্গে আড্ডায় অনেক পুরনো স্মৃতিই উঠে আসে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ঋষভ পন্থের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সৌরভ। মাঠে ক্রিকেটারদের সঙ্গে কী কথা হয়েছে, তা বলতে চাননি বোর্ড প্রেসিডেন্ট। বলেন, ‘‘আমি তো এখন ক্রিকেটার নই, আপনারা ক্রিকেটারদের সঙ্গে কথা বলুন।’’

আরও পড়ুন-বিধি মেনে কটকে মহড়ায় মনোজরা

মাঠে দর্শক প্রবেশের অনুমতি প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘প্রথম দু’টো ম্যাচে তো সম্ভব নয়। ২০ তারিখ তৃতীয় ম্যাচে কী হয়, দেখছি।’’ একইসঙ্গে বোর্ড প্রধান এটাও জানিয়ে দিলেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে মাঠে দর্শক থাকতে পারে। সৌরভ বললেন,‘‘সারাক্ষণ তো দরজা বন্ধ করে খেলা যায় না। তবে দেখতে হবে তখন কী পরিস্থিতি থাকে।’’

Latest article