বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : ৩২ কোটি টাকা ব্যয়ে হল নতুন পুলিশ লাইন। এরফলে দীর্ঘদিনের সমস্যা মিটতে চলেছে জেলা পুলিশের। বুধবার আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়ায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য নবনির্মিত পুলিশ লাইনের দুটি পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন। ছিলেন পুলিশ সুপার-সহ অন্য আধিকারিকরা।
আরও পড়ুন-পাহাড়ে তৃণমূলে ২০৫ ট্যাক্সিচালক
উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলা হওয়ার পর পুলিশ লাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়। জমি চিহ্নিতকরণের পর ২০১৭ সালে ভবন তৈরির কাজ শুরু হয়। পুলিশ লাইনের প্রায় ৮০ শতাংশের উপরে কাজ শেষ। কিন্তু করোনা পরিস্থিতিতে থমকে ছিল শেষ মুহূর্তের কাজ। এবার কাজ শেষ হতেই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ পুলিশ কর্মীদের। পাশাপাশি মোটর ট্রান্সপোর্ট অফিসার-সহ অন্যান্য কর্মীদেরও নতুন পুলিশ লাইনে যাওয়ার নির্দেশিকাও দেওয়া হয়েছে। প্রায় সাতশো কর্মী থাকতে পারবেন বলে জানা গিয়েছে। তবে বর্তমানে প্রায় ১৫০ জন পুলিশ কর্মীকে ইতিমধ্যে সেখানে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-শিলিগুড়িতে বোর্ড ২২শে
আলিপুরদুয়ার থানা চত্বরে থাকা পুরনো পুলিশ লাইনে জায়গার সমস্যা ছিল। ফলে কোয়ার্টারের অভাবে পুলিশ কর্মীদের একাংশের ভাড়া বাড়িতে থাকতে হত। পুলিশ লাইন তৈরি হওয়ায় এখন সেই সমস্যা মিটতে চলেছে। এ-ছাড়াও প্রায় পাঁচ একর জমিতে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে পুলিশ লাইনে পুলিশের নিজস্ব কর্মসূচি করার মাঠও রয়েছে। পাশাপাশি জিম, হাসপাতাল, পুলিশের প্রশাসনিক ভবন-সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। তবে আলিপুরদুয়ার থানা থেকে পুলিশ লাইনের হেড কোয়ার্টার এখনই সরছে না।
পরিকাঠামো তৈরির কাজ পুরোপুরি শেষ হলেই পুলিশ লাইনের হেড অফিস সেখানে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘নতুন পুলিশ লাইন চালু হল। এতে আমাদের সুবিধা হবে। কারণ বহুদিন ধরে জায়গা ছোট থাকার কারণে পুলিশকর্মীরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।’