প্রতিবেদন : সেনা প্রত্যাহারের কথা বললেও রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে বলে বুধবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন স্পষ্ট অভিযোগ করল, রাশিয়া অত্যন্ত গোপনে ইউক্রেন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে।
আরও পড়ুন-পথে শিশুসুরক্ষায় নয়া নির্দেশিকা তৈরি
ইউক্রেনে হামলা চালাতে সীমান্তে অতিরিক্ত ৭০০০ সেনা মোতায়েন করেছে পুতিনের দেশ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রাশিয়ার সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। প্রায় বাইডেনের সুরে সুর মিলিয়েই তিনি বলেন, সেনা সরানোর যে দাবি রাশিয়া করছে বাস্তবে তার কোনও প্রমাণ এখনও মেলেনি। তাই রাশিয়ার কথা পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না। ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণা সম্পর্কে বলেন, এই পদক্ষেপ আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে বাস্তবে রুশ সেনা না সরা পর্যন্ত কোনও কিছুই বিশ্বাস করা যায় না।