পথে শিশুসুরক্ষায় নয়া নির্দেশিকা তৈরি

যাতে করে শিশুর সুরক্ষা নিশ্চিত করা যায়, আবার সে অস্বস্তিতেও না পড়ে। এই সমস্ত নির্দেশিকা ৯ মাস থেকে ৪ বছর বয়সি শিশুদের জন্য প্রযোজ্য।

Must read

প্রতিবেদন : মোটরবাইক বা স্কুটারে চড়া শিশুদের সুরক্ষায় কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের নতুন নিয়মে বাইকে চাপলেই বড়দের মতো ছোটদেরও বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। শিশুর মাথায় হেলমেট না থাকলে মা-বাবাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমনকী, শাস্তির মুখেও পড়তে হবে অভিভাবককে।

আরও পড়ুন-বিদায় ডিস্কো কিং : শেষযাত্রায় অনুরাগীদের ঢল

দু’চাকার গাড়িতে ছোটদের নিরাপত্তায় কেন্দ্রের নতুন নিয়মে শিশুদের মাথায় হেলমেট বাধ্যতামূলক। পাশাপাশি সেফটি হার্নেস বেল্টও পরাতে হবে শিশুদের। ছোটদের সঙ্গে নিয়ে বাইকে চাপলে সেই বাইকের গতি কখনওই ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হবে না। শিশুটি যাতে কোনওভাবে চলন্ত বাইক থেকে পড়ে না যায় সে জন্যই সেফটি হার্নেস বেল্ট ব্যবহারের নির্দেশ। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, সেফটি হার্নেস বেল্টটি হতে হবে একইসঙ্গে হালকা এবং শক্তপোক্ত।

আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল বায়ার্ন

যাতে করে শিশুর সুরক্ষা নিশ্চিত করা যায়, আবার সে অস্বস্তিতেও না পড়ে। এই সমস্ত নির্দেশিকা ৯ মাস থেকে ৪ বছর বয়সি শিশুদের জন্য প্রযোজ্য। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দেশে এই নতুন নিয়ম কার্যকর হবে।

Latest article