সংবাদদাতা, ভাটপাড়া : দিনদিন অর্জুনের কাচের স্বর্গ ঝুরঝুর করে ভেঙে পড়ছে। বারাকপুরের সাংসদের খাস তালুক ভাটপাড়া পুরসভার এবারের দুই বিজেপি প্রার্থীর তৃণমূল কংগ্রেসে যোগ। শুক্রবার রাতে ভাটপাড়া পুরসভা ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রিতা মণ্ডল এবং ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পম্পা দেব প্রার্থিপদ ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরল। এদিন ভাটপাড়া মাদ্রাল পোস্ট অফিস মোড়ের মাঠে যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক তথা তৃণমূলের (Trinamool Congress) দমদম বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউত এবং তৃণমূলের (Trinamool Congress) শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গোপাল রাউত জানান, পরবর্তীকালে আরও ৮ থেকে ৯ জন বিজেপি প্রার্থী তৃণমূলে আসার সম্ভাবনা আছে। দলত্যাগী পম্পা দেব ও রিতা মণ্ডল জানান বিজেপিতে থেকে সংগঠন চালাতে পারছিলেন না। তাঁদের পাশে কেউ দাঁড়াচ্ছিলেন না। তাঁরা দুজন মিলেই প্রচার করছিলেন। পাশে কাউকেই পাচ্ছিলেন না। এরকমভাবে সংগঠন করা সম্ভব নয়। তাই তাঁরা বিজেপির প্রার্থিপথ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি প্রার্থীদের এভাবে লাগাতার প্রার্থিপদ ছেড়ে তৃণমূলে যোগদান করায় ভাটপাড়া পুরসভার ভোটে রাজনৈতিক সমীকরণ বদল হতে শুরু করেছে। সেক্ষেত্রে সাংসদ অর্জুন সিংয়ের রাজনৈতিক জীবন যে সংকটের মধ্যে সে-বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।