প্রণাম বিবেকানন্দ

Must read

১৮৯৭ সালে আমেরিকার শিকাগো শহরে হিন্দুধর্ম মহা সম্মেলনে বক্তৃতা করার পর দেশে ফিরে স্বামী বিবেকানন্দ (Swami Vivekanand) এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বজবজে। ১৮ ফেব্রুয়ারি ফিরে তিনি বজবজে রাত্রিবাস করেন। পরদিন ১৯ ফেব্রুয়ারি তিনি ট্রেনে চেপে শিয়ালদহ হয়ে বেলুড়মঠে পৌঁছন। স্বামীজির (Swami Vivekananda) সেই ঐতিহাসিক ট্রেন যাত্রাকে স্মরণ করে শনিবার বেলা দশটা নাগাদ প্রতি বছরের মতো বজবজ স্টেশন থেকে এই বিশেষ ট্রেন ছাড়া হয়। এবছর ৩৭তম বর্ষে পড়ল এই ট্রেন যাত্রা। স্বামীজির ছবি, ফুল দিয়ে সাজানো হয় এই ট্রেনটি। বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তি ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয়।

Latest article