গড়িয়াহাটে আগুন

Must read

শনিবার ভোররাতে গড়িয়াহাটের (Gariahat) ১৯ নম্বর ডোভার টেরেসের একটি বন্ধ দোকানে আগুন লাগে। বন্ধ শাটারের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের তিনটি ইঞ্জিন এসে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের ভিতরে থাকা বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, বলেই প্রাথমিক ভাবে মনে করছেন দমকলকর্মীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বন্ধ দোকানের ভিতরে কেউ না থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে গড়িয়াহাটের (Gariahat) ওই দোকানের ভিতরে ক্যাশে বেশ কিছু টাকা রাখা ছিল, তা সবটাই পুড়ে গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তা নিয়ে পুলিশ ও দমকল পৃথক ভাবে তদন্ত শুরু করেছে।

Latest article