শিক্ষায় পিপিপি মডেল নয় : ব্রাত্য

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার নাকি শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের পথে হাঁটতে চাইছে। রাজ্যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলে স্কুল করার কথাও চলছে। শনিবার সাংবাদিক বৈঠকে এ জাতীয় প্রচারের তীব্র প্রতিবাদ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পিপিপি মডেল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি তিনি জানেনই না। কেন পিপিপি মডেল ঘুরছে, আমি জানি না। এটি ভুয়ো কি ভুয়ো নয়, তা পরে জানাব। শিক্ষা দফতরে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে কোনও আলোচনাও হয়নি। প্রয়োজনে এই ভুয়ো প্রচার নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার কথাও চিন্তাভাবনা করছেন বলেই জানান শিক্ষামন্ত্রী। পিপিপি মডেল নিয়ে প্রচারের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাত্য বসু। রাজ্যে পিপিপি মডেলে স্কুল, এই প্রচারের পুরোটাই ভুয়ো ও মিথ্যা, তাও জোরের সঙ্গে আরও একবার জানিয়ে দেন তিনি। বিগত কিছুদিন ধরেই শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলের কথা শোনা যাচ্ছে। এই সংক্রান্ত একটি খসড়াও নাকি তৈরি হয়ে গিয়েছে। বিষয়টি এখন রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিন এই প্রচারের তীব্র প্রতিবাদ করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু (Bratya Basu) জানান, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। তবে আমরা আমাদের কাজ করে যাব। তাছাড়া এতবড় সিদ্ধান্ত নিতে হলে মুখ্যমন্ত্রীর স্তরে নিতে হয়। তবে যেখানে কিছুই হয়নি সেখানে এভাবে যেরকম প্রচার হচ্ছে তাতে বলা যায় অসৎ উদ্দেশ্য রয়েছে।

Latest article