বালিতে রাজ্যপালের অপসারণ চেয়ে মিছিল

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্যপালের অসহযোগিতার জেরে বালিতে পুরভোট না হওয়ার প্রতিবাদে এবার রাস্তায় নামল তৃণমূল (Trinamool Congress)। এই অভিযোগে রাজ্যপালের অপসারণের দাবিতে রবিবার বিকেলে প্রতিবাদ-মিছিল করল তৃণমূল। নেতৃত্বে ছিলেন বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার-সহ আরও অনেকে। মিছিলে পা মেলান এলাকার অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক। মিছিল থেকে রাজ্যপালের অপসারণের দাবিতে সরব হন তৃণমূল (Trinamool Congress) কর্মীরা। মিছিলের নেতৃত্বে থাকা বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের কারণেই বালিতে পুরভোট করা যাচ্ছে না। তাঁর জন্য বালি এলাকার নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা অবিলম্বে এই রাজ্যপালের অপসারণ দাবি করছি। এইরকম পক্ষপাতদুষ্ট রাজ্যপালের কারণেই বালির মানুষ পুরভোটে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এরই প্রতিবাদে এবং রাজ্যপালের অপসারণের দাবিতে আমরা এদিন মিছিল করলাম। চলতি মাসে বালির প্রতিটি ওয়ার্ডেই তৃণমূল এই দাবিতে মিছিল করবে। আগামীদিনে প্রয়োজনে আরও তীব্র প্রতিবাদ আন্দোলন হবে।’ এদিন বেলুড় স্টেশন থেকে বালির তর্কসিদ্ধান্ত লেন পর্যন্ত এই মিছিল হয়।

Latest article