অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, ধৃত ২ 

Must read

প্রতিবেদন: ফের শহরে হদিশ মিলল কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের। খোয়া গেল লক্ষাধিক টাকা। প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (Bank Fraud) নাম করে মেসেজ, আর তারপরই লোপাট বিপুল অঙ্কের টাকা। প্রতারণার অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে দু’জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে খবর, বাগুইহাটির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগে জানানো হয়, প্রথমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে তাঁর কাছে একটি মেসেজ আসে। জানানো হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে। ব্লক খোলার জন্য একটি লিংক দেওয়া হয়। তিনি লিংকে ক্লিক করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায় (Bank Fraud)। তদন্তে নেমে ভাটপাড়া থেকে শনিবার রাতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতেরা জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।

Latest article