নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর বিসিসিআই-এর চুক্তি থেকেও বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঋদ্ধিমান সাহার। বাংলার উইকেটকিপার-ব্যাটার এখন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ গ্রেডে আছেন। যেখানে ৩ কোটি টাকার আর্থিক চুক্তি। কিন্তু জাতীয় দলে না থাকায় ঋদ্ধিমানকে কি রাখা হবে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে? এই প্রশ্ন উঠছে। একই প্রশ্ন উঠছে ‘এ’ গ্রেডে থাকা ইশান্ত শর্মাকে নিয়েও। অতীতে দেখা গিয়েছে, তিন ফরম্যাটেই কোনও ক্রিকেটার জাতীয় দলে না থাকলে তাঁকে বার্ষিক চুক্তিতে রাখেনি বোর্ড। ঋদ্ধিমানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-দিন এগিয়ে আসছে, ঝাড়গ্রামে প্রচার-ঝড়
আগামী ২ মার্চ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। ১৪টি অ্যাজেন্ডার মধ্যে রয়েছে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সংশোধিত কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। এছাড়াও একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা বৈঠকে। আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের জন্য নতুন আয়োজক কমিটি তৈরি হবে। কোভিডে স্থগিত হয়ে যাওয়া অনূর্ধ্ব ২৫ টুর্নামেন্ট সিকে নাইডু ট্রফি পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জুনে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ম্যাচ ভেনুও চূড়ান্ত হতে পারে।