দিন এগিয়ে আসছে, ঝাড়গ্রামে প্রচার-ঝড়

ঝাড়গ্রামে উন্নয়নমূলক প্রকল্পগুলো ভালভাবে কাজ করেছে। বহু মানুষ উপকৃত। পুর এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ৪৩ হাজারের বেশি মানুষ।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝাঁজ বাড়ছে তৃণমূল কংগ্রেসের প্রচারের। জেলা নেতারা প্রবল ব্যস্ত। জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গী তো আছেনই, প্রচারে ডাক আসছে জেলার একমাত্র মন্ত্রী বীরবাহা হাঁসদারও। ৮, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কবিতা ঘোষ, অজিত মাহাতো, প্রাক্তন পুর প্রধান তথা ঝাড়গ্রাম রাজ পরিবারের বংশধর শিবেন্দ্রবিজয় মল্লদেব, যিনি দুর্গেশ মল্লদেব নামে সমধিক পরিচিত। তিনি ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী। দ্বিতীয় বারের জন্য লড়ছেন।

আরও পড়ুন-জঙ্গিপুর, ধূলিয়ানে টাউন সভাপতি-সহ বহিষ্কৃত ১৭

ঝাড়গ্রামে উন্নয়নমূলক প্রকল্পগুলো ভালভাবে কাজ করেছে। বহু মানুষ উপকৃত। পুর এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ৪৩ হাজারের বেশি মানুষ। ডিজিট্যাল রেশন কার্ডে রেশন তুলছেন বহু শহরবাসী। ৮,৬০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। শহরের ভেতরের বহু মেঠোপথ ঢালাই হয়েছে। ত্রিফলা, হাই মাস্ট আলো থেকে পথবাতির সংখ্যা বেড়েছে। জেলা সদরের পরিকাঠামো বাড়াতে নতুন জেলা কালেক্টরেট, সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সব হয়েছে। এসবের নিরিখে আরও উন্নত পরিষেবা পেতে দিদির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

Latest article