চেন্নাই, ২১ ফেব্রুয়ারি : অনলাইন র্যাপিড দাবায় চমক দিলেন ১৬ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন এই ভারতীয়। অনলাইন র্যাপিড চেস টুর্নামেন্ট এয়ারথিঙ্গস মাস্টার্সে অংশ নন বিভিন্ন দেশের মোট ১৬ জন গ্র্যান্ডমাস্টার।
আরও পড়ুন-তিন প্রধানকে ছাড়াই শুরু হল কন্যাশ্রী কাপ
কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯তম চালে বাজিমাত করেন কিশোর প্রজ্ঞানন্দ। পর পর তিনটি লড়াই জেতার পর অষ্টম রাউন্ডে বিশ্বসেরা কার্লসেনের দৌড় থামিয়ে দেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার। অষ্টম রাউন্ড শেষে প্রজ্ঞানন্দ যুগ্মভাবে রয়েছেন ১২ নম্বর স্থানে। কার্লসেনের বিরুদ্ধে দুরন্ত জয়ের আগে প্রতিযোগিতায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার জেতেন মাত্র একটি লড়াই। হারান লেভ অ্যারোনিয়ানকে। দু’টি ড্র এবং চারটে লড়াইয়ে হেরে যান। এই মুহূর্তে রাশিয়ার ইয়ান নিপোমনিয়াচি রয়েছেন পয়েন্ট টেবলের শীর্ষে। তাঁর সংগ্রহ ১৯ পয়েন্ট। কার্লসেনকে হারানো ভারতের প্রজ্ঞানন্দের পয়েন্ট ৫। প্রাথমিক রাউন্ডে আরও সাতটি রাউন্ড বাকি চলতি র্যাপিড দাবায়।