তিন প্রধানকে ছাড়াই শুরু হল কন্যাশ্রী কাপ

সোমবার মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চাঁদনি স্পোর্টিং ক্লাব এবং এসএসবি (সশস্ত্র সেনা বল) উওমেন্স ফুটবল ক্লাব।

Must read

প্রতিবেদন : ধুমধাম করে শুরু হয়ে গেল রাজ্য সরকারের সহায়তায় আইএফএ পরিচালিত কলকাতা মহিলা ফুটবল লিগ ‘কন্যাশ্রী কাপ’। কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান— তিন প্রধানকে ছাড়াই শুরু হল এবারের মেয়েদের ঘরোয়া ফুটবল লিগ। সোমবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল এসএসবি উওমেন্স ফুটবল ক্লাব। কন্যাশ্রী কাপে না খেলার কারণ ব্যাখ্যা করে তিন প্রধানের কর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানিয়ে দিলেন, এই বছর নানা সমস্যার জন্য তাদের ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। তবে আগামী বছর তিন ক্লাবই খেলবে।

আরও পড়ুন-ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ছাত্রীদের ধন্যবাদ দিদিকে

কন্যাশ্রী কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়, বিওএ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার, দুই প্রধানের কর্তা-সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের অনুপ্রেরণায় গত বছর থেকে মেয়েদের ফুটবল লিগ আয়োজন করছে আইএফএ।

আরও পড়ুন-বিরোধীদের অস্তিত্বই নেই বহরমপুর এবার তৃণমূলের

সোমবার মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চাঁদনি স্পোর্টিং ক্লাব এবং এসএসবি (সশস্ত্র সেনা বল) উওমেন্স ফুটবল ক্লাব। ম্যাচে চাঁদনি স্পোর্টিংকে হাফ ডজন গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল এসএসবি। খেলার ফল ৬-০। এসএসবি-র হয়ে রঞ্জিতা দেবী জোড়া গোল করেন। তিনিই হন ম্যাচের সেরা। বাকি চার গোলদাতা হলেন দুলার মারান্ডি, মুনেশ কুমারী, পূর্ণিমা লিন্ডা এবং অনিতা রানি।

Latest article