এবার স্বাভাবিকের পথে আন্তর্জাতিক বিমান (International Flight) পরিষেবা। আগামী ১৫ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বিমান আবারও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিমানবন্দরগুলি তাদের কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করবে বলে সোমবার সরকারি সূত্র মারফত জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রক ১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। বিমান যাত্রীদের জন্য বাধ্যতামূলক নয় সাত দিনের হোম কোয়ারেন্টাইন এবং অষ্টম দিনে তাদের আরটি-পিসিআর পরীক্ষা করার প্রয়োজনীয়তা নেই। যাত্রার ৭২ ঘন্টা আগে পাওয়া একটি নেতিবাচক RT-PCR রিপোর্ট আপলোড করা ছাড়াও, দেশগুলি থেকে প্রদত্ত কোভিড টিকার সময়সূচি সম্পূর্ণ হওয়ার শংসাপত্র আপলোড করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন – মৌলানা আবদুল কালাম আজাদের প্রয়াণ দিবসে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
শেষ কিছুদিনে নিম্নমুখী কোভিড সংক্রমণের হার। এর পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শের পরে অসামরিক বিমান চলাচল মন্ত্রক আন্তর্জাতিক বিমান (International Flight) চালানোর এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে এখনও পর্যন্ত বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সরকারি সূত্রের খবর, “নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি ১৫ মার্চ থেকে আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক আগমনের নির্দেশিকাগুলি এই বিমানের যাত্রীদের জন্য বিমানবন্দরগুলিতে অনুসরণ করা হবে।” এছাড়াও, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কোনও রকম বিভেদ থাকবেনা বলেও জানানো হয়েছে। এরফলে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি থেকে আসার ফলে বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই।