মৌলানা আবদুল কালাম আজাদের প্রয়াণ দিবসে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 

Must read

ভারতের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছিলেন তাঁদের মধ্যে একজন মহাপুরুষ হলেন মাওলানা আবুল কালাম আজাদ। দেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আজাদ। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন মৌলানা আবুল কালাম আজাদ। আজ মৌলানা আবদুল কালাম আজাদের মৃত্যু বার্ষিকীতে শোকপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

আরও পড়ুন – মৌলানা আবদুল কালাম আজাদের প্রয়াণ দিবসে শোকবার্তা মুখ্যমন্ত্রীর 

মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মৌলানা আজাদের শিক্ষা তখনকার রীতি অনুযায়ী মসজিদ-মাদ্রাসা থেকে শুরু হলেও ইংরেজি সাহিত্য, বিশ্ব ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মতো আধুনিক অনেক বিষয়ে উচ্চশিক্ষা লাভ করা আজাদ স্বাধীনতার সময় তিনি দেশভাগকে সমর্থন না করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতার পর, তিনি ভারতের সাংসদ নির্বাচিত হন এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। শিক্ষামন্ত্রীর পদে থাকাকালীন, তিনি দেশের প্রথম আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) খোলেন তিনিই। ১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি প্রয়াত হন।ভারতরত্ন মৌলানা আবুল কালাম আজাদ হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক বলে মনে করেন দেশবাসী। মৌলানা আবদুল কালাম আজাদের প্রয়াণ দিবসে শোকবার্তা দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

Latest article