কল্যাণ চন্দ্র, বহরমপুর : বিজেপির ইকোনমি রিজেক্টেড হয়ে গিয়েছে। ফলে শিল্পমহল বুঝে গিয়েছে দেশ ডুবছে। সেকারণে নির্মলা সীতারামন কেন, নরেন্দ্র মোদিকে দিয়েও দেশ চলবে না বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার পুর ভোটের প্রচারে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মুর্শিদাবাদ এবং বহরমপুর শহরে মোট তিনটি জনসভা করেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-আসানসোলে শপথ পঁচিশে
তিনি বলেন, যারা ভারতমাতা কি জয় বলে স্লোগান দিচ্ছে তারাই ভারতের সোনা বিক্রি করে দিচ্ছে । ফলে কোন ছেলেটা ভাল আর কোনটা মন্দ সেটা জিয়াগঞ্জবাসীকে বুঝে নিতে হবে। বিজেপি দেশভক্তির নামে দেশকে বিক্রি করে দিচ্ছে। রাজ্যও টাকা পাচ্ছে কেন্দ্রর কাছ থেকে, কিন্তু রাজ্য কই বিক্রি করে দিচ্ছে না তো। আমরা সৌভাগ্যবান যে এরাজ্যে বিজেপি ঢুকতে পারছে না। উত্তরপ্রদেশ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে শিশুদের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে, সামাজিক অপরাধ বাড়ছে । সেখানকার লোক বলছে বাংলাই হোক মডেল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খান প্রসঙ্গে ফিরহাদ বলেন, সিবিআই রাজনীতি করবে বীরভূমের মতো। কিন্তু সকলের উচিত রাজ্য প্রশাসনের উপর ভরসা করে প্রশাসনকে সাহায্য করা। আলিয়া বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত এলাকায় এই ঘটনা নিয়ে আন্দোলন হচ্ছে তাতে সমস্যার সমাধান হবে না, সমাধান করবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।