আসানসোলে শপথ পঁচিশে

বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৭টি। কংগ্রেস ও নির্দল প্রার্থীরা ৩টি করে আসন পেয়েছেন। বামেদের ঝুলিতে গিয়েছে মাত্র দুটি আসন। শপথের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : আগামী শুক্রবার ২৫ ফেব্রুয়ারি শপথ নেবেন আসানসোলের মেয়র, দুই ডেপুটি মেয়র, চেয়ারম্যান সহ কাউন্সিলররা। শপথ অনুষ্ঠানটি হবে আসানসোলের রবীন্দ্রভবনে। সোমবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর থেকে পৃথক তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন-শুভেন্দুদের মামলায় জামিন পেলেন কুণাল, কাঁথি আদালতে নাটক

এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের কমিশনার নীতিন সিংহানিয়া বলেন, ২৫ ফেব্রুয়ারি সকাল এগারোটায় রবীন্দ্রভবনে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানোর অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। জেলাশাসক এস. অরুণ প্রসাদ মেয়র, চেয়ারম্যান ও দুই ডেপুটি চেয়ারম্যানদের প্রথমে শপথবাক্য পাঠ করাবেন। এই পদগুলিতে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের আলাদা করে মনোনয়ন জমা দিতে হবে।

আরও পড়ুন-অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরল রান্না করা খাবার, খুদেদের খিচুড়ি খাওয়ালেন বিধায়ক

উল্লেখ্য, মেয়র পদের জন্য বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র হিসেবে অভিজিৎ ঘটক ও উয়াসিমুল হক ও চেয়ারম্যান হিসেবে অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গেলে পুরনিগমের ১০৬ জন কাউন্সিলরকে নিয়ে সেদিনই পুরনিগমের আশুতোষ হলে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে বলে নীতিন সিংহানিয়া জানিয়েছেন। প্রথম সভাটিতে সভাপতিত্ব করবেন ৫৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত তৃণমূল কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়। এবারের পুরনিগমে ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই পেয়েছে ৯১টি আসন। বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ৭টি। কংগ্রেস ও নির্দল প্রার্থীরা ৩টি করে আসন পেয়েছেন। বামেদের ঝুলিতে গিয়েছে মাত্র দুটি আসন। শপথের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Latest article