অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরল রান্না করা খাবার, খুদেদের খিচুড়ি খাওয়ালেন বিধায়ক

ছিলেন সিডিপিও সুদীপ্ত সেনগুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি, সহ-সভাপতি মহম্মদ তাসিরুদ্দিন-সহ প্রশাসনিক কর্তারা।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : অবশেষে টানা দু’বছর পর ফিরল খুদে পড়ুয়াদের জন্য রান্না করা খাবার পরিবেশনের ব্যবস্থা। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবার দিয়ে শুরু হল পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার কাজ। প্রবল উচ্ছ্বাসে প্রাইমারির ছোট ছোট পড়ুয়ারা স্কুলে হাজির হয়ে গেল থালা-বাটি নিয়ে। এতদিন পর রান্না করা খাবার খেয়ে বেজায় খুশি তারা।

আরও পড়ুন-দুই শহরের মহামিছিল বোঝাল লক্ষ্য উন্নয়ন

কোভিড আবহ কাটিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার মেতে উঠল খিচুড়ি খাওয়ার মহা আনন্দে। প্রথম দিনেই ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে নিমতিতার আলি নস্করপুর প্রাইমারি স্কুলের আইসিডিস কেন্দ্রে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। নিজে পরিবেশন করলেন খিচুড়ি, সঙ্গে সবজি। এমনকী মিষ্টিও। ছিলেন সিডিপিও সুদীপ্ত সেনগুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি, সহ-সভাপতি মহম্মদ তাসিরুদ্দিন-সহ প্রশাসনিক কর্তারা।

পুষ্টিকর খাবার খেতে দেখে সন্তানদের পাশাপাশি মায়েরাও খুব খুশি। মঙ্গলবার প্রথম দিনে চাচণ্ড ও নিমতিতা অঞ্চলে খুদে পড়ুয়াদের খিচুড়ি খাওয়ানো চালু হলেও চলতি মাসের ২৫ তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলিতে চালু হয়ে যাবে এই ব্যবস্থা।

Latest article