দুই শহরের মহামিছিল বোঝাল লক্ষ্য উন্নয়ন

দলের প্রার্থী, কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন সাধারণ মানুষ। চারদিকে তখন শুধু জোড়া ফুলের পতাকা ও মুখ্যমন্ত্রীর নামে জিন্দাবাদ ধ্বনি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : হাতেগোনা আর মাত্র কটা দিন, পুরভোটের প্রচার চলছে পুরোদমে। কলকাতা থেকে জেলায় এসে প্রচারের দায়িত্ব নিচ্ছেন রাজ্যের নেতানেত্রীরা। মঙ্গলবার শহরের রাজপথে আলিপুরদুয়ার পুরভোটের পর্যবেক্ষক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মহামিছিলে পা মেলালেন শহরবাসী। উড়ালপুলের সামনে থেকে শুরু হয়ে মিছিল হল চৌপথি পর্যন্ত।

আরও পড়ুন-ঝাড়গ্রামে মানুষ তৃণমূল পুরবোর্ডকেই ফেরাবেন

দলের প্রার্থী, কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন সাধারণ মানুষ। চারদিকে তখন শুধু জোড়া ফুলের পতাকা ও মুখ্যমন্ত্রীর নামে জিন্দাবাদ ধ্বনি। বিকেলে একই ছবি দেখা গেল ফালাকাটার রাজপথে। সদ্য পুরসভার মর্যাদা পাওয়া শহরের বাসিন্দাদের কাছে দলের প্রার্থীদের হয়ে ভোট চাইলেন চন্দ্রিমা। দলের প্রার্থী ও কর্মীদের সঙ্গে এখানেও মিছিলে যোগ দেন এলাকার মানুষ। মন্ত্রী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানেই পরিষ্কার ভোটের ফল তৃণমূলের পক্ষেই যাবে।

Latest article