প্রতিবেদন : দুনিয়া জুড়ে ত্রাস ছড়িয়ে আপাতত কোভিড সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দেশেও নিয়ন্ত্রণে এসেছে নাছোড় ভাইরাস। তাই প্রায় বছর দুয়েক পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে ভারতীয় বিমানবন্দরগুলি তাদের কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন-দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১৪ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক যাত্রীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, বিমানযাত্রীদের জন্য আর বাধ্যতামূলক নয় ৭ দিনের হোম কোয়ারেন্টিন। দরকার নেই অষ্টম দিনে আরটি-পিসিআর পরীক্ষাও। তবে যাত্রা শুরুর সর্বাধিক ৭২ ঘণ্টা আগের একটি কোভিড নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে। অন্য দেশগুলি থেকে প্রদত্ত কোভিড টিকার প্রাপ্তির শংসাপত্রও আপলোড করতে হবে। এছাড়াও উড়ান-নিয়মে ঝুঁকিপূর্ণ দেশ এবং অন্যান্য দেশের মধ্যে কোনওরকম বিভেদ থাকবে না। ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করারও প্রয়োজনীয়তা থাকছে না।