অফলাইনে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

তবে অতিরিক্ত ভিড় এড়াতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বিধি মেনে ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করা হবে

Must read

প্রতিবেদন : কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। তবুও কোভিড বিধি মেনেই চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার এই দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সব জেলার জেলাশাসক ও পর্ষদের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে এই দুটি পরীক্ষাই সূচি অনুযায়ী অফলাইনে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন-মার্চেই আন্তর্জাতিক বিমান চালু

তবে অতিরিক্ত ভিড় এড়াতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বিধি মেনে ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করা হবে। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি জেরক্সের দোকান থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকলিন লাউডস্পিকারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া বরাবরের মতো পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকছে।

আরও পড়ুন-দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি

পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হবে আগেভাগেই, থাকবে পানীয় জলের ব্যবস্থাও। এবছর মাধ্যমিক পরীক্ষা হবে ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। উচ্চমাধ্যমিকের দিন স্থির হয়েছে ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। কোভিডের প্রকোপ অনেকটাই কমে গেছে রাজ্যে। ফলে পরীক্ষা অফলাইন সেন্টারেই হবে। মাধ্যমিকে এবছর ১১ লক্ষ ২৬ হাজার ৬৪৮ জন পড়ুয়ার জন্য মোট ১ হাজার ৪৩৫টি পরীক্ষাকেন্দ্রের আয়োজন করা হয়েছে। উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৩৯ হাজার ৫৮৮ জন। পরীক্ষাকেন্দ্র থাকছে ৯৮৯টি। সকাল ১১টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক হবে ১০টা থেকে ১টা ১৫ পর্যন্ত।

Latest article