প্রজ্ঞার কৃতিত্বে, সূর্যরা অবাক নন

বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনেস কার্লসেনকে হারানোর পর মঙ্গলবার আরও দু’টো জয় পেলেন ১৬ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

Must read

প্রতিবেদন : অনলাইন র‍্যাপিড চেজে কিশোর প্রজ্ঞানন্দের দাপট চলছে। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনেস কার্লসেনকে হারানোর পর মঙ্গলবার আরও দু’টো জয় পেলেন ১৬ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ১০ এবং ১২ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার আন্দ্রে এসিপেঙ্কো এবং আলেকজান্ডার কোস্টেনিউককে হারায় প্রজ্ঞানন্দ। কিন্তু অনলাইন চেজ টুর্নামেন্ট এয়ারথিঙ্গস মাস্টার্সে সেরা আটে থাকতে না পারায় নকআউট পর্বে উঠতে পারলেন না ভারতের বিস্ময় কিশোর। তবে কার্লসেনকে হারানোর পর প্রজ্ঞা-বন্দনা চলছেই।

আরও পড়ুন-অফলাইনে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এই মুহূর্তে সর্বভারতীয় দাবা সংস্থার অন্যতম জাতীয় নির্বাচক। তিনি বলছেন, ‘‘প্রজ্ঞার মেধা, প্রতিভা আমরা জানি। যে কোনও টুর্নামেন্টে ও অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। ওর বয়স কম। অনেক ওপরে ওঠার ক্ষমতা আছে। এখন তো প্রজ্ঞারা বিশ্বনাথন আনন্দকে মেন্টর হিসেবে পাচ্ছে। ফলে খুব তাড়াতাড়ি নিজেদের ভুল শুধরে নিয়ে শক্তিশালী হয়ে ওঠার সুযোগ পাচ্ছে। ও যদি নিজেকে ঠিক রাখতে পারে, তাহলে আমরা আনন্দের পর ভবিষ্যতের বিশ্বচ্যাম্পিয়ন পেতে পারি।’’

আরও পড়ুন-মার্চেই আন্তর্জাতিক বিমান চালু

বাংলার আর এক গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় একেবারেই অবাক নন প্রজ্ঞার কার্লসেন-বধ দেখে। সূর্য বলেন, ‘‘প্রজ্ঞার কাছে ম্যাগনাস কার্লসেনের হেরে যাওয়াটা কোনও অঘটন নয়। গত দু’বছরে র‍্যাপিড চেজে বেশ কিছু লড়াই হেরেছে কার্লসেন। তবে তাতে প্রজ্ঞার কৃতিত্ব কমছে না। কার্লসেনের মতো বিশ্বসেরাকে হারানো যথেষ্ট কৃতিত্বের।’’

Latest article