প্রতিবেদন : ইউক্রেন (Ukraine) নিয়ে পশ্চিমি দুনিয়ার উপর পরিকল্পিত চাপ তৈরির উদ্দেশ্যেই পুতিন পরমাণু অস্ত্রের মহড়ার বিষয়টি নিয়ে প্রচার করেছেন। এমনই মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। গত শনিবারের মহড়ার পর ক্রেমলিন জানায়, রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়ায় ‘হাইপারসনিক’ এবং ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল ভাবে সম্পন্ন করেছে। বিশেষ জায়গা থেকে গোটা মহড়ায় চোখ রেখেছিলেন প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের নেতা লুকাশেঙ্কো। মহড়া শেষে সেনা আধিকারিকদের অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের ধারণা, পরমাণু অস্ত্রের মহড়ার জন্য বিশেষভাবে এই সময় বেছে নেওয়ার পিছনে চাপ তৈরির উদ্দেশ্য আছে ক্রেমলিনের। তাঁদের মত, মহড়ার মাধ্যমে মস্কো পশ্চিমি দুনিয়াকে বার্তা দিল, ইউক্রেন (Ukraine) ইস্যুতে একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে রাশিয়ার বক্তব্যকে উপেক্ষা করা হলে পরিণতি খারাপ হতে পারে।