কাঁথিতে ঐক্যের লড়াই

Must read

সংবাদদাতা, কাঁথি : পুরভোটের আগে সরগরম কাঁথি। হাইভোল্টেজ ১৩ নম্বর ওয়ার্ডের অমর্ত্য পল্লিতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভা থেকে বুধবার মৎস্যমন্ত্রী অখিল গিরি অভিযোগ করেন, কাঁথির সাংসদ ওয়ার্ডের বেশ কিছু ভোটারকে ফোন করে বিজেপিকে ভোট দিতে বলছেন। এই ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী অখিলপুত্র যুূবনেতা সুপ্রকাশ গিরি। ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বিভ্রান্ত হবেন না। ৪ নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। এর অর্থ শুধু সুপ্রকাশকে ভোট দেওয়া নয়, মুখ্যমন্ত্রীর হাত শক্ত করা, তাঁকে আশীর্বাদ করা।’ উল্লেখ্য, কদিন আগে এই ওয়ার্ডে প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা বিতর্কে জড়ান। সেই সময় সুপ্রকাশকে মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে এলাকার মানুষ গর্জে ওঠেন। কাঁথি থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তার তদন্ত চলছে। ফের এই ওয়ার্ডের সাংসদ অধিকারীর বিজেপিকে ভোট দিতে বলার বিষয়টি সামনে আসায় চটেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন – প্রচারে আলাদা মাত্রা জুড়েছেন শতাব্দী

ক্ষুব্ধ প্রার্থী সুপ্রকাশ গিরি বলেন, ‘ময়দানে এসে লড়ুন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাম্প প্যাড ছেড়ে এসে লড়াই করুন। অধিকারীরা ৪০ বছর কাঁথিকে শাসন করে শুধু নিজেদের আখের গুছিয়েছে। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় চলে গিয়েছে কাঁথির বাইরে। মহিলা কলেজ নেই। আমাদের লড়াই বঞ্চিত কাঁথিকে রক্ষা ও নতুন করে গড়ার লড়াই।’ রাজ্য তৃণমূলের সভাপতি তথা পূর্ব মেদিনীপুরের পুরভোটের দলীয় পর্যবেক্ষক সুব্রত বক্সি ভোটারদের উদ্দেশে বলেন, ‘সুপ্রকাশ-সহ সব ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের জয়ী করুন। কাঁথি তৃণমূলের দখলে এলে সুপ্রকাশ-সহ অন্য কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আপনাদের পাহারাদার হয়ে কাজ করবেন। শুধু বিচ্ছিন্নতাবাদী শক্তিকে হারান।’

Latest article