বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি : কেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছেড়েছেন, তা নিয়ে অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি। কোনও রাখঢাক না করেই বিরাট জানিয়েছেন, নিজের ওপর থেকে চাপ কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত কয়েক মাসে বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে কম হইচই হয়নি। প্রথমে জাতীয় দলের টি-২০ নেতৃত্ব ছাড়ার ঘোষণা। তারপর আইপিএলেও আর অধিনায়কত্ব করবেন না বলে জানিয়েছিলেন বিরাট। পরে তাঁকে টিম ইন্ডিয়ার ওয়ান ডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেয় বিসিসিআই। সব শেষ হয়, দক্ষিণ আফ্রিকা সফরের পর বিরাটের নাটকীয়ভাবে টেস্ট নেতৃত্ব ছাড়া দিয়ে।
আরও পড়ুন-নিয়মরক্ষার ম্যাচে জয় মিতালিদের
বৃহস্পতিবার আরসিবি-র পডকাস্ট অনুষ্ঠানে আইপিএলের নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বিরাটের বক্তব্য, ‘‘আমি তেমন মানুষ নই যে, জোর করে কোনও কিছু আঁকড়ে ধরে থাকব। যদি কোনও কিছু আর উপভোগ না করি, তাহলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেব।’’ বিরাটের বক্তব্য, ‘‘সাধারণ মানুষ আমাদের পরিস্থিতি বুঝতেই পারেন না। তাই চমকে যান। প্রত্যেকেরই নিজস্ব প্রত্যাশা থাকে, তাই ভাবেন, এটা ও কী করল! কিন্তু আমার সিদ্ধান্ত নিয়ে এতটা চমকে যাওয়ার কোনও কারণ নেই। আমি শুধু নিজের ওপর থেকে ওয়ার্কলোড কিছুটা কমাতে চেয়েছিলাম। নিজেকেও একটু স্পেস দিতে চেয়েছিলাম।’’
আরও পড়ুন-জেলা জজের উপস্থিতিতে এবার আনিসের দেহ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
অনেকেরই ধারণা, অধিনায়ক হিসেবে আরসিবিকে কখনও আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি। সেই ব্যর্থতার দায় নিতেই নেতৃত্ব ছেড়েছেন বিরাট। যদিও তিনি তা উড়িয়ে দিয়ে বলছেন, ‘‘সম্পূর্ণ বাজে কথা। আমি নিজের জীবনকে খুব সহজভাবে দেখি। যখন কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলি, দেরি না করে ঘোষণা করে দিই।’’
বিরাট এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। সাফল্য পাওয়ার এটাই চাবিকাঠি। তবে মাঠে নিজেকে নিংড়ে দেওয়ারও একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। নইলে সময়ের আগেই আপনি নিঃশেষ হয়ে পড়বেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আমার মতো। সব সময় এভাবেই নিজেকে গড়ে তুলতে চেয়েছি। আমার পরিবার এবং বন্ধু-বান্ধবরাও এই কথা জানেন।’’