জেলা জজের উপস্থিতিতে এবার আনিসের দেহ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

তদন্তকারী দলকে এই মামলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে। সেই অনুযায়ি পরবর্তী পক্ষেপ নেবে আদালত।

Must read

সিবিআই নয়, রাজ্যের তৈরী করা বিশেষ তদন্তকারী দল সিটের(SIT) তদন্তের উপরই ভরসা রাখল হাইকোর্ট(Highcourt)। বৃহস্পতিবার আনিস খানের(Anish Khan) রহস্য মৃত্যুর মামলায় আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার তদন্ত করবে সিট। তদন্ত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে। আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জেলা জজের পর্যবেক্ষণে হবে ময়নাতদন্ত করতে হবে। এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নবান্নে ইমামি গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও বৃহস্পতিবার আদালতে আনিস মামলার শুনানিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় মামলাকারী পক্ষ। এই প্রেক্ষিতে রাজ্য জানায়, সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করা হয়েছে। সরকার এই মামলার তদন্ত গোপন করবে না। ফলস্বরুপ সিটের তদন্তে সম্মতি প্রকাশ করে আদালত। পাশাপাশি, আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত হবে জেলা জজের পর্যবেক্ষণে। এবং দ্রুত এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। শুধু তাই নয়, আদালতে পুলিশের তরফে আবেদন জানানো হয় আনিসের মোবাইলটি দিতে হবে পরিবারকে। তদন্তের খাতিরে মোবাইলটি অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন-‘রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে, এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই’ সরব কুণাল ঘোষ

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, আনিসের মোবাইল ফোন পাঠানো হবে হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে। সেখানেই এই ফোনের সমস্ত তথ্য বিশ্লেষণ করা হবে। পাশাপাশি ফোনের সমস্ত রিপোর্ট তদন্তকারী দল এবং মামলাকারীদের কাছে পাঠানো হবে। আদালত আরও জানিয়েছে, তদন্তকারী দলকে এই মামলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে। সেই অনুযায়ি পরবর্তী পক্ষেপ নেবে আদালত।

Latest article