কাপ যুদ্ধে যুবির বাজি সূর্য-বুমরা

ক্রিস গেইল ও উসেইন বোল্টের পর আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শুক্রবার যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করল আইসিসি।

Must read

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : ক্রিস গেইল ও উসেইন বোল্টের পর আসন্ন টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে শুক্রবার যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করল আইসিসি। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছিলেন যুবরাজ। সেবার ইংল্যান্ডে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছ’টি ছয় হাঁকিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-জঙ্গলমহল নিয়ে একযোগে সিপিএম-বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর, গড়বেতা ভাসল ‘দিদির’ আবেগে

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন, এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সেরা দুই বাজি সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরা। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সূর্যকুমার। নিজের দিনে সূর্য ১৫ বলেই ম্যাচের রং পালটে দিতে পারে। ভারতকে কাপ জিততে হলে সূর্যকে অবশ্যই সেরা ফর্মে থাকতে হবে।’’ যুবি আরও যোগ করেছেন, ‘‘বোলিংয়ে ভারতের সেরা অস্ত্র বুমরা। অসম্ভব বুদ্ধিমান পেসার। ওর বলে দারুণ বৈচিত্র রয়েছে। তবে আমি চাই, ভারতীয় দলে যেন একজন লেগস্পিনার থাকে। যেমন যুজবেন্দ্র চাহাল। ও কিন্তু খুব ভাল ফর্মে রয়েছে। তবে আমি যেতেহু ব্যাটার, তাই সূর্যর উপরেই বাজি ধরছি।’’

আরও পড়ুন-ছেলের সামনে নাদালের জয়

একই সঙ্গে যুবরাজ জানিয়েছেন, অভিজ্ঞ দীনেশ কার্তিককে বিশ্বকাপ দলে তিনি দেখছেন না। যুবির বক্তব্য, ‘‘ডিকে খুব ভাল ব্যাট করছে। কিন্তু ও প্রথম এগারোয় না থাকে, তাহলে বিশ্বকাপে নিয়ে যাওয়াটা বোকামি হবে। উইকেটকিপার-ব্যাটার হিসাবে টিমে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা রয়েছে। ওদের বয়স কম। খুব ভাল ফর্মেও রয়েছে দু’জনে।’’
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও মুখ খুলেছেন যুবরাজ। তিনি বলেন, ‘‘ক্রিকেটারদের বয়স বাড়লে সবাই সেটা নিয়েই আলোচনা করে। ফর্মের কথাটা ভুলে যায়। রোহিত ও বিরাট গ্রেট ক্রিকেটার। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের সেবা করেছে। অবসরের বিষয়ে ওরাই শেষ কথা বলবে।’’

Latest article