ছেলের সামনে নাদালের জয়

চলতি বছরটাই যে পেশাদার টেনিস সার্কিটে তাঁর শেষ বছর, সেটা আরও একবার ইঙ্গিত দিয়ে রাখলেন রাফায়েল নাদাল।

Must read

মাদ্রিদ, ২৬ এপ্রিল : চলতি বছরটাই যে পেশাদার টেনিস সার্কিটে তাঁর শেষ বছর, সেটা আরও একবার ইঙ্গিত দিয়ে রাখলেন রাফায়েল নাদাল। মার্কিন টিনএজার ডারউইন ব্ল্যাঞ্চকে ৬-১, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নাদাল। পরের রাউন্ডে নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর।

আরও পড়ুন-জঙ্গলমহল নিয়ে একযোগে সিপিএম-বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর, গড়বেতা ভাসল ‘দিদির’ আবেগে

এক বছরের ছেলে রাফায়েল জুনিয়রকে নিয়ে স্বামীর জয় উপভোগ করেন নাদালের স্ত্রী মারিয়াও। আর ম্যাচ শেষে নাদালের আক্ষেপ, আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারলে, ছেলে আরও বেশি করে আমার খেলা দেখতে পারত। ৩৭ বছর বয়সি টেনিস তারকা বলেন, ‘‘খব খুশি হতাম, যদি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারতাম। তাহলে রাফায়েল আরও বেশি করে বাবাকে কোর্টে দেখতে পারত। বাবার খেলার মুহর্তগুলো ওর স্মৃতিতে থেকে যেত। আমার পরিবারের জন্যও দারুণ হত। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ওকে বাবার খেলার ভিডিও দেখেই স্বাদ মেটাতে হবে।’’

আরও পড়ুন-ভালো রাজনীতিবিদ: দেবের প্রশংসায় তৃণমূল সুপ্রিমো

নাদাল আরও যোগ করেছেন, ‘‘তবে আমি এটা ভেবেই খুশি যে, ছোট্ট রাফায়ালের সামনে অল্প হলেও কিছু ম্যাচ খেলতে পারছি। নিজের পরিবারের সদস্য ও বন্ধুদের কাছেও কৃতজ্ঞ। জীবনের প্রতিটি মুহূর্তে ওঁদের পাশে পেয়েছি।’’ প্রসঙ্গত, মাদ্রিদ ওপেনে অংশ নিলেও আসন্ন ফ্রেঞ্চ ওপেনে নাদালের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি নাদাল নিজেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে, তিনি ফ্রেঞ্চ ওপেন খেলবেন না।

Latest article