রবিবারই ৪২ ডিগ্রি শহরে জারি সতর্কতা

কয়েক দশকে এমন তীব্র তাপপ্রবাহ দেখেনি রাজ্যবাসী। টানা চল্লিশের ঘরে রাজ্যের সার্বিক তাপমাত্রা একে একে ভেঙে দিচ্ছে পারদবৃদ্ধির সমস্ত রেকর্ড।

Must read

প্রতিবেদন : কয়েক দশকে এমন তীব্র তাপপ্রবাহ দেখেনি রাজ্যবাসী। টানা চল্লিশের ঘরে রাজ্যের সার্বিক তাপমাত্রা একে একে ভেঙে দিচ্ছে পারদবৃদ্ধির সমস্ত রেকর্ড। চলতি সপ্তাহেই ৪০ ছাড়িয়েছে কলকাতার পারদ। রবিবার শহরের তাপমাত্রা ছুঁতে পারে ৪২ ডিগ্রি।

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

আগামী সাতদিন বৃষ্টি তো দুরঅস্ত্— কলকাতা-সহ রাজ্যের দক্ষিণে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণের সব জেলাতেই চলবে বিরামহীন তীব্র তাপপ্রবাহ। তবে বৃষ্টি হলেও উত্তরের ৬টি জেলায় বাড়বে তাপমাত্রা। দক্ষিণে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় জারি রয়েছে চরম তাপপ্রবাহের লাল সতর্কতা। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও চলবে তাপপ্রবাহ।

Latest article