গরমে বদলে গেল আউটডোরের সময়

রাজ্য জুড়ে গরমের দাপটে এবার রাজ্যের সব সুস্বাস্থ্য ও উপ-স্বাস্থ্যকেন্দ্র খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হল।

Must read

প্রতিবেদন : রাজ্য জুড়ে গরমের দাপটে এবার রাজ্যের সব সুস্বাস্থ্য ও উপ-স্বাস্থ্যকেন্দ্র খোলা রাখার সময়সূচি পরিবর্তন করা হল। সাধারণত এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে। কিন্তু তীব্র গরমের কারণে এই স্বাস্থ্যকেন্দ্রের আউটডোরের (outdoor) সময় সূচি বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল সাতটা থেকেই এই কেন্দ্রগুলির আউটডোর খুলে যাবে।

আরও পড়ুন-রবিবারই ৪২ ডিগ্রি শহরে জারি সতর্কতা

আগামী ৩১ মে পর্যন্ত এই সময়সূচি মেনে চলতে হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে তার আগে যদি পরিস্থিতির পরিবর্তন হয় তখন পুরনো সময় মেনেই কেন্দ্রগুলি চলবে বলে জানান হয়েছে। যেসব জায়গায় টেলি মেডিসিন ব্যবস্থা চলছে সেখানে এই নয়া সময়সূচি অনুযায়ী পরিষেবা প্রদান করতে হবে। সেইমতো চিকিৎসকদের আগাম জানিয়ে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট স্বাস্থ্য জেলার। তবে স্বাস্থ্য দফতরের এই নির্দেশ নিয়ে কিছুটা সমস্যায় জেলার স্বাস্থ্য বিভাগ। কারণ সাধারণ মানুষকে নতুন সময়সূচির ব্যাপারে অবহিত করার জন্য কয়েকটা দিন সময় প্রয়োজন। যদিও স্বাস্থ্যকর্তারা আশাবাদী, কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Latest article