কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

শুক্রবার সাতসকালে বোমাতঙ্ক ছড়াল কলকাতা এয়ারপোর্টে। জানা গিয়েছে, এদিন সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে।

Must read

প্রতিবেদন : শুক্রবার সাতসকালে বোমাতঙ্ক ছড়াল কলকাতা এয়ারপোর্টে। জানা গিয়েছে, এদিন সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে। তাতেই বলা হয়, বিমানবন্দরে বোমা রাখা যাচ্ছে। মেলের খবর চাউর হতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয়। তৎপরতা বাড়ে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের মধ্যে।

আরও পড়ুন-বাগানে ফুটবে জোড়া ফুল বলছেন পাহাড়ের বাসিন্দারা

জওয়ানরা সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ভিতর চিরুনি তল্লাশি শুরু করে। তবে শেষ পর্যন্ত কোনও বোমা বিস্ফোরকের হদিশ মেলেনি। তবে কোথা থেকে ওই হুমকি মেল এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞদেরও। সাম্প্রতিক কালে দেশের নানা প্রান্তে মাঝে মধ্যেই মেল পাঠিয়ে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। এটা সেরকমই কোনও ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এক বিমানযাত্রীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে। খবর পেয়ে, মাঠে নেমেছে বিধাননগর পুলিশও।

Latest article