সংবাদদাতা, রামপুরহাট : ‘‘পার্লামেন্টে সংসদের অন্য সদস্যদের কাছে শুনতে হয়— ‘আপনি বাংলার? বাংলার মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন।’ আমার গর্ব হয়। বিধানসভা নির্বাচন, সবক’টা উপনির্বাচন থেকে কলকাতা, বিধাননগর, আসানসোল— সবেতেই আপনারা সেটা প্রমাণ করেছেন। ২৭ ফেব্রুয়ারির পুরসভা নির্বাচনেও সেটা আপনারা আবার সেটা প্রমাণ করবেন, সেটা জানি।’’ ১১, ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বক্তব্য পেশ করতে গিয়ে বললেন বীরভূম সাংসদ শতাব্দী রায়।
আরও পড়ুন-ক্ষতিপূরণপ্রাপ্তরা অন্যদের বোঝাতে চান জমি দিতে
বৃহস্পতিবার পাঁচ, ছয় ও সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে পায়ে হেঁটে প্রচার সারেন শতাব্দী। সঙ্গে পা মেলান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুর সাংসদ অসিত মাল, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য এবং তিন ওয়ার্ডের প্রার্থীরা। বৃহস্পতিবার বেলা তিনটে পর্যন্ত প্রচার। তার আগেই শতাব্দী প্রচারকে উচ্চগ্রামে বেঁধে দিলেন। স্ট্রিট কর্নারেও অংশ নেন তিনি।
আরও পড়ুন-ইউক্রেনে আটকে ছাত্রী
শতাব্দী বলেন, সকালে ময়লা ফেলা, পানীয় জল সরবরাহ থেকে রাতে স্ট্রিট লাইট— সব নাগরিক পরিষেবাই একজন কাউন্সিলর দিয়ে থাকেন। আপনাদের ভোটে জয়ী হলেই তিনি এগুলো দিতে পারবেন, আপনাদের দাবি পুরসভায় পৌঁছে দিতে পারবেন। এই সমস্ত পরিষেবা তৃণমূল কাউন্সিলররা আপনাদের এতদিন দিয়ে এসেছেন। সেই ধারা নিরবচ্ছিন্ন এবং আরও ভাল করতে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে জোড়া ফুলে ভোট দিন।