আমরা সবাই মেয়র : কৃষ্ণা চক্রবর্তী

বিপুল জয়ের পর এবার শপথগ্রহণের পালা। শুক্রবার বিধাননগর পুরনিগমের ৪১ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথগ্রহণ করবেন।

Must read

মণীশ কীর্তনীয়া : বিপুল জয়ের পর এবার শপথগ্রহণের পালা। শুক্রবার বিধাননগর পুরনিগমের ৪১ জন নবনির্বাচিত কাউন্সিলর শপথগ্রহণ করবেন। বেলা দুটোর সময় সল্টলেকের এফডি পার্কে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। মেয়র হিসেবে শপথ নেবেন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

আরও পড়ুন-আপনারা রাজনীতিসচেতন, ফের প্রমাণ দিন : শতাব্দী

পুর কমিশনার দেবাশিস ঘোষ সবাইকে শপথবাক্য পাঠ করাবেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাঁর পুরনো সহযোগী কৃষ্ণা চক্রবর্তীর ওপরই আস্থা রেখেছেন। তিনবারের কাউন্সিলর কৃষ্ণা এর আগেও মেয়র, প্রশাসক ও চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‘দিদি যে দায়িত্ব আমায় দিয়েছেন আমার সবটুকু দিয়ে আমি তাঁর আস্থার মর্যাদা রাখব। সারাজীবন মানুষের পাশে থেকেছি।

গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। তিনিই আমার রাজনৈতিক গুরু। তাঁর দেখানো পথেই আমি চলব।” চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমার পথচলা। নতুন জীবন শুরু করা। তিনি যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব।

Latest article