প্রতিবেদন : রাজ্যপালের পদত্যাগের দাবিতে এবার হাওড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস। হাওড়া পুরনিগমের ভোট আটকে দেওয়ার প্রতিবাদে অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন তাঁরা। রাজ্যপাল হাওড়া শহরের উন্নয়নকে পিছিয়ে দেওয়ারও চেষ্টা করছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দাবিতে রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ের নির্দেশে মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার এক মহামিছিলের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন-আমরা সবাই মেয়র : কৃষ্ণা চক্রবর্তী
শিবপুর বাজার থেকে ওই বিশাল মিছিল শুরু হয়ে কাজীপাড়া, ক্ষেত্র ব্যানার্জি লেন, মন্দিরতলা হয়ে ৩৭ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়, ওয়ার্ড সভাপতি কৌশিক গুপ্ত-সহ আরও অনেকে। ইতিমধ্যেই রাজ্যপালের বরখাস্তের দাবিতে হাওড়া শহরের বেলেপোল মোড়ে প্রতিবাদ সভা করেছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। বালিতে বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যপালের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রতিবাদে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস। এবার হাওড়া শহরে রাজ্যপালের পদত্যাগ চেয়ে মহামিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপালের কারণেই হাওড়ার মানুষ পুরভোটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।