প্রতিবেদন : যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। তবে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ ও উত্তেজনার আঁচ। বৃহস্পতিবার ইউক্রেনের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নাৎসি নেতা হিটলার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে তাকিয়ে হাসছেন।
আরও পড়ুন-বেনফিকা-আয়াখস ম্যাচ ড্র
সাম্প্রতিক ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে কার্টুনটি কোনও লেখা ছাড়াই পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের গালে নাৎসি নেতার হাত। হিটলার ও পুতিন উভয়েই একে অপরের দিকে স্নেহ ও হৃদ্যতামাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন৷ অনেক ট্যুইটার ব্যবহারকারী এই চিত্রটিকে একটি রাজনৈতিক কার্টুন বলে অভিহিত করেছেন। কিন্তু পরে ইউক্রেনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ট্যুইট পোস্ট করে বলা হয়েছে, এটি কোনও মিম নয়, তবে আমাদের এবং আপনাদের এই মুহূর্তের বাস্তবতার প্রতিফলন।