অভিষেকের ব্যাটে লড়াইয়ে বাংলা

প্রথমে ব্যাট করতে নেমে কটকের পেস সহায়ক পিচে শুরু থেকেই চাপে ছিলেন বাংলার ব্যাটসম্যানরা। অভিমন্যু ঈশ্বরণ শূন্য করে আউট হন।

Must read

প্রতিবেদন : ফের ত্রাতা অভিষেক পোড়েল। তাঁর ঝোড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে হায়দরাবাদের বিরুদ্ধে লড়ইয়ে রইল বাংলা। অভিষেক রঞ্জি ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। বৃহস্পতিবারও প্রবল চাপের মুখে ৬২ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিসং এল তরুণ উইকেটকিপার-ব্যাটারের ব্যাট থেকে।

আরও পড়ুন-হিটলার-পুতিন

তাঁকে যোগ্য সঙ্গ দিলেন শাহবাজ আহমেদ (৪০ রান)। ১১৬ রানে ৬ উইকেট, এই পরিস্থিতিতে জুটি বেঁধেছিলেন দু’জনে। শেষ পর্যন্ত ২৪২ রানে শেষ হল বাংলার প্রথম ইনিংস। সপ্তম উইকেটে মূল্যবান ৭৪ রান যোগ করেন অভিষেক ও শাহবাজ। পাল্টা ব্যাট করতে নেমে দিনের শেষে স্কোরবোর্ডে ১৫
রান তুলতে না তুলতেই দু’উইকেট হারিয়ে বসেছে হায়দরাবাদ।
দুটো উইকেটই দখল করেছেন মুকেশ কুমার।

আরও পড়ুন-বেনফিকা-আয়াখস ম্যাচ ড্র

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কটকের পেস সহায়ক পিচে শুরু থেকেই চাপে ছিলেন বাংলার ব্যাটসম্যানরা। অভিমন্যু ঈশ্বরণ শূন্য করে আউট হন। আরেক ওপেনার সুদীপ ঘরামির অবদান মাত্র ১৪। রান পাননি মনোজ তিওয়ারিও (২)। কিছুটা লড়াই করেন ঋত্বিক রায়চৌধুরি (৩৩) এবং সায়ন মণ্ডল (৩৪)। অনুষ্টুপ মজুমদার আউট হন ২৯ রান করে। টানা দু’ম্যাচে হাফ সেঞ্চুরি। অভিষেক বলছেন, ‘‘আমি ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করতে চেয়েছিলাম। নিজের আউট হওয়ার ধরণে অবশ্য আমি খুশি নই।’’

Latest article