নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : কে এল রাহুল আর তিনি যে ঘনিষ্ঠ বন্ধু, এটা সবাই জানে। দুজনেই একসঙ্গে এক শহরে বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে। একসঙ্গে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলার পর এবার পথ ভিন্ন হয়েছে রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের। তবে এখন রাহুলেরই জুতোয় পা গলাতে চলেছেন বন্ধু মায়াঙ্ক। চলতি সপ্তাহেই তাঁকে অধিনায়ক ঘোষণা করবে পাঞ্জাব কিংস, এরকমই খবর।
আরও পড়ুন-মহিলা বিশ্বকাপে ৯ জনেও খেলা যাবে : আইসিসি
যা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মায়াঙ্ক বলেছেন, ‘‘দায়িত্ব পেলে আমি প্রস্তুত। তবে সেটা নিয়ে এখনই ভাবছি না। ভেবে নিজের উপর চাপও নিতে চাই না। প্লেয়ার হিসাবে কী করতে চাই, সেদিকেই নজর দিচ্ছি। দল যে দায়িত্ব দেবে, সেটা পালন করব। আমি আসলে সবকিছুর জন্য প্রস্তুত।”
আইপিএলে এখনও অবধি দুটি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক ঘোষণা করেনি। আরসিবি ও পাঞ্জাব। প্রথম দলের অধিনায়কের দৌড়ে উঠে এসেছে ফাফ ডুপ্লেসির নাম। আর এবার পাঞ্জাবের ক্ষেত্রে শোনা যাচ্ছে মায়াঙ্কের নাম। তাঁকে এবার রেখে দিয়েছিল পাঞ্জাব কিংস। আর আগে শোনা গিয়েছিল শিখর ধাওয়ানের নামও।
আরও পড়ুন-যোগ্যতা অর্জন পর্বে সহজ গ্রুপে ভারত
মায়াঙ্ক, শিখর, বেয়ারস্টো, লিভিংস্টোন, রাবাদা, শাহরুখ খানকে নিয়ে পাঞ্জাব এবার বেশ শক্তিশালী দল। সূত্রের খবর, শিখরকে নিয়ে পাঞ্জাব কিংস উৎফুল্ল হলেও নেতা হিসাবে তারা মায়াঙ্কের নামই ভাবছে। আর তাঁকে নিলামের আগে ধরে রাখাতেই এই ইঙ্গিত মিলেছিল বলে ধারণা অনেকের।