মহিলা বিশ্বকাপে ৯ জনেও খেলা যাবে : আইসিসি

কোভিড পরিস্থিতিতে যদি দলের বেশ কয়েকজন ক্রিকেটার সংক্রমিত হন, তাহলে সর্বনিম্ন ৯ জনের দল নিয়েও মাঠে নামা যাবে।

Must read

দুবাই, ২৪ ফেব্রুয়ারি : আসন্ন মহিলা বিশ্বকাপ (পঞ্চাশ ওভারের) নিয়ে বড় সিদ্ধান্ত নিল আইসিসি। তারা জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে যদি দলের বেশ কয়েকজন ক্রিকেটার সংক্রমিত হন, তাহলে সর্বনিম্ন ৯ জনের দল নিয়েও মাঠে নামা যাবে। টুর্নামেন্টের সূচিতে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তারজন্যই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-যোগ্যতা অর্জন পর্বে সহজ গ্রুপে ভারত

আইসিসির তরফ থেকে হেড অফ ইভেন্টস ক্রিস টেটলে জানিয়েছেন, ‘‘কোভিড পরিস্থিতিতে নিয়মে কিছুটা ছাড় দিতেই হচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো বেশি প্লেয়ার রাখতে পারবে। মূল স্কোয়াড হবে পনেরো জনের। বাকিদের রিজার্ভ হিসেবে রাখা যাবে। প্রয়োজনে তাঁরা মূল দলে ঢুকবেন।’’

টেটলে আরও বলেন, ‘‘যদি কোনও দলের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়, সেক্ষেত্রে নূন্যতম ৯ জন ক্রিকেটারকে নিয়েও মাঠে নামতে পারবে। প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট থেকে আরও দু’জনকে মাঠে নামানো যাবে। তবে তাঁরা ব্যাটিং বা বোলিং করতে পারবেন না। শুধুই ফিল্ডিং করতে পারবেন।’’ প্রসঙ্গত, আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ফাইনাল ৩ এপ্রিল।

Latest article