সিঙ্গাপুর : ভারতীয় তারকা ভারোত্তোলক মীরাবাই চানু সোনা জিতেই কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করলেন। গত বছর টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন মণিপুরের ভারোত্তোলক। কিন্তু ওয়েট ক্যাটেগরি বদলে কেরিয়ারে এই প্রথম ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন চানু। শুক্রবার সিঙ্গাপুরে ৫৫ কেজি বিভাগেই সোনা জিতলেন ভারতীয় তারকা।
আরও পড়ুন-জাদেজাকে উপরেই ব্যাট করাবেন রোহিত
স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৯১ কেজি ভার তোলেন চানু। তবে ৫৫ কেজি বিভাগে অংশ নেওয়ার পাশাপাশি ৪৯ কেজি বিভাগেও লড়তে দেখা যাবে তাঁকে। কমনওয়েলথ র্যাঙ্কিংয়ের বিচারে ৪৯ কেজি বিভাগে আগেই ছাড়পত্র পেয়েছেন চানু। এবার ভারতের পদক জয়ের সম্ভাবনা বাড়াতেই ৫৫ কেজি বিভাগে নামবেন তিনি। আগামী জুন-জুলাইয়ে বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। তারই যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। সেখানে ৫৫ কেজি বিভাগে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে শেষ করলেন ভারতীয় ভারোত্তোলক।